রংপুর সদর উপজেলায় করোনা প্রতিরোধে যুবলীগের মাইকিং

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর ঃ করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রংপুর সদর উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার টানা দু’দিন সদর উপজেলার প্রাণকেন্দ্র ব্যস্ততম বাণিজ্যিক বন্দর পাগলাপীরের বিভিন্ন আবাসিক পাড়া-মহল্লা সহ উপজেলার হরিদেবপুর, মমিনপুর, চন্দনপাট, সদ্যপুষ্করনী ও খলেয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনার অংশ হিসেবে মাইকিং করা হয়। গত সোমবার বিকেলে পাগলাপীর বন্দরের রংপুর-দিনাজপুর-ঢাকা হাইওয়ে সড়কস্থ ঢাকা কোচ স্ট্যান্ডের ফজলুর চায়ের দোকান সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের সামনে সদর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক পলিমল চন্দ্র সরকার উক্ত কমূসূচি শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে সদর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বাক পরিমল চন্দ্র সরকার করোনা  ভাইরাস প্রতিরোধে জনস্বার্থে বিভিন্ন পরামর্শ ও করণীয় তুলে ধরে বলেন, সাবান পানি দিয়ে ভালো করে (কমপক্ষে ৩০ সেকেন্ড) বার বার হাত ধুয়ে ফেলা। বিশেষ করে হাাঁচি-কাশি দেয়ার পর, খাবার প্রস্তুত, পরিবেশন ও খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর, পশুপাখির পরিচর্যার পর ভালো করে হাত ধুলে এই ভাইরাসটি হাত থেকে নিশ্চিহ্ন হয় যায়। অপরিষ্কার হাত দিয়ে কখনো হাত-মুখ স্পর্শ না করা। যেখানে সেখানে কফ-থুথু না ফেলা। হাঁচি-কাশি দেয়ার সময় নাক-মুখ রুমাল বা টিস্যু বা কনুই দিয়ে ঢাকা। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লা পাত্রে ফেলা ও হাত পরিষ্কার করা। ময়লা কাপড় দ্রুত পরিষ্কার করা। কারো সঙ্গে হাত মেলানো, কোলাকুলি থেকে বিরত থাকা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এ সময় যুবলীগ নেতা সুমন শাহ্ , পরিতোষ মহন্ত বুশ, রাজু মিয়া, হাফিজুল ইসলাম ও হরিদেবপুর ইউনিয়নের ৬নং মহাদেবপুর ওয়ার্ডের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী ইউপি সদস্য প্রার্থী মোঃ রাজু আহম্মেদ লাজু।

পুরোনো সংবাদ

রংপুর 1639116197903503653

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item