তেঁতুলিয়ায় শোয়ার ঘরে স্কুলছাত্রীর আত্মহত্যা

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলাধীন  তেঁতুলিয়া উপজেলায় নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে না ফেরার দেশে চলে গেলেন হালিমা (১৫) নামের এক স্কুল ছাত্রী ।  ১১ মার্চ/২০ বুধবার গভীর রাত আনুমানিক ৩টার দিকে নিজ ঘরে উক্ত ঘটনাটি ঘটে।
নিহত হালিমা উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। সে উপজেলার সদরের কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।
আত্মহত্যায় নিহতের চাচা শহিদুল ইসলাম জানান, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে হালিমার মায়ের কান্নার চিৎকার শুনতে পেয়ে ঘরে গিয়ে দেখি শোয়ার খাটের উপর বাঁশের ধন্নার সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে হালিমা। কি কারণে এ আত্মহত্যা প্রশ্ন করলে তেমন কিছু জানাতে পারেননি তিনি।
তেঁতুলিয়া সদর ইউয়ন পরিষদ  চেয়ারম্যান কাজী আনিছুর রহমান ও মডেল থানার ওসি জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ঠিক কি কারণে আত্মহত্যা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6565429610717430866

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item