পঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটির সভা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়:

পঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জনের কার্যালয় এ সভার আয়োজন করেন।
 এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
সভায় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, গত ২৮ জানুয়ারি জেলা স্বাস্থ্য বিভাগ বাংলাবান্ধা স্থলবন্দরে করোনা সনাক্তে মেডিকেল টিম স্থাপন করেছে। সেখানে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে মেডিকেল ক্যাম্পে যাতায়াতকারীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এখন থেকে ট্রাক চালক ও সাহায্যকারীরও শরীরের অস্বাভাবিক তাপমাত্রা পরীক্ষা শুরু হয়েছে।
তিনি আরো জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চতুর্থ তলায় পাঁচটি কক্ষে মোট ১০টি আইসোলেশন ইউনিট গঠন করা হয়েছে। কোন যাতায়াতকারীকে সন্দেহজনক মনে হলে সেখান থেকে তাদের ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হবে। সমস্যা মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সব সময় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তোহিদুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী প্রমূখ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6961436084075698000

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item