নীলফামারীতে শতভাগ ক্লিন কুকিং করনীয় সেমিনার অনুষ্ঠিত


নীলফামারী প্রতিনিধি ১০ মার্চ॥ ২০৩০ সালের মধ্যে শতভাগ ক্লিন কুকিং অর্জনে করণীয় শীর্ষক সেমিনার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১০ মার্চ/২০২০) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাউসহোল্ড এনার্জি প্ল্যাটফর্ম প্রোগ্রাম ইন বাংলাদেশ, স্রেডা, বিদ্যুৎ বিভাগের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সদস্য (যুগ্ম সচিব) এবং প্রকল্প পরিচালক সালিমা জাহান।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন, স্রেডা, বিদ্যুৎ বিভাগের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ গোলাম সরওয়ার-ই-কায়নাত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রবিউল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ রনজিত কুমার বর্ম্মন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,সনাক সভাপতি তাহমিন হক ববী সহ ইমাম,পুরহিত, বিভিন্ন এনজিও প্রতিনিধি,ব্যবসায়ী ও সাংবাদিক প্রমুখ।

সেমিনারে প্রধান অতিথি বলেন, “সাশ্রয়ী জ্বালানী, সমৃদ্ধ আগামী-উন্নত চুলা, উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০৩০ সালের মধ্যে টেকসেই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকল পরিবারকে উন্নত চুলার আওতায় আনা হবে। তবে মুজিববর্ষকে সামনে রেখে সকল সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থাকে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সহযোগিতার আহবান জানান। এছাড়াও প্রত্যেক গৃহিণীকে রান্নার জন্য উন্নত চুলা ব্যবহারের অনুরোধ করেন তিনি।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী উপস্থিত সকলের সামনে উন্নত চুলা ব্যবহারের উপকারিতা তুলে ধরেন। জেলার সকলকে উন্নত চুলা ব্যবহারের আহবান জানান। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 611078257660077318

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item