নীলফামারীতে হোম কোয়ারেন্টাইনে ১৮৬জন

নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীতে গত ২৪ ঘন্টায় নতুন করে বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৪৪ জন। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ১৮৬ জনে দাঁড়িয়েছে।
 সোমবার(২৩ মার্চ/২০২) দুপুরে কোভিড-১৯ প্রতিরোধে করা জেলা কন্ট্রোল রুম সুত্র মতে, জেলায় গত ১ ডিসেম্বর থেকে ২২ মার্চ পর্যন্ত বিদেশ ফেরতের সংখ্যা ২৪৫ জন। এর মধ্যে ৫৯ জনের হোম কোয়ারেন্টাইন সম্পূর্ণ হয়েছে। তারা সকলে সুস্থ্য আছেন। এদিকে হোম কোয়ারেন্টাইন না মানায় গতকাল রবিবার(২২ মার্চ/২০২০) ভারত থেকে ফেরত এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা ও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বলেন, করোনা মোকাবেলায় আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। স্বাস্থ্য বিভাগ জনসচেতনতার কাজ অব্যাহত রেখেছে। জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালের ১৪টি কক্ষে ৫৮টি আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। #

পুরোনো সংবাদ

হাইলাইটস 5674780457473135613

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item