নেসকোর চাকুরী স্থায়ীকরণের দাবিতে নীলফামারীতে কর্মবিরতি

নীলফামারী প্রতিনিধি ১ মার্চ॥ নীলফামারীতে চাকুরী স্থায়ীকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পাণী লিমিটেডের (নেসকো) অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্য পরিষদ। আজ রবিবার(১ মার্চ) জেলা শহরের ওয়াবদা মোড়ে নেসকো কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে ওই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে জেলা অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্য পরিষদের সভাপতি এসএম ফারুক, সাধারণ সম্পাদক ইনতাজ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক মো. রাজুসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের জেলা সভাপতি এসএম ফারুক জানান, পিস রেটের চুক্তিতে অস্থায়ীভাবে রংপুর ও রাজশাহী বিভাগে ৭০০ কর্মচারী ১৫ থেকে ২০ বছর যাবৎ মিটার পাঠক ও বিল বিতরণের কাজ করেছেন। এসব কর্মচারীর একমাত্র জীবিকা ওই কাজ। নেসকো গ্রহকদের বিদ্যুৎ ব্যবহারের প্রিপেইড মিটার স্থাপনের কাজ হাতে নেওয়ায় বেকার হয়ে পড়বেন তারা। বয়সের ভারে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিরও সুযোগ নেই অনেকের।
তিনি বলেন, প্রিপেইড মিটার স্থাপনের পূর্বে যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূণ্য পদে এসব কর্মচারীর চাকুরির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছি আমরা। তারই অংশে ১ ও ২ মার্চ রংপুর ওই রাজশাহী বিভাগে অর্ধদিবস কর্মবিতির কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 2031594757598089509

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item