কুড়িগ্রামে মানবতাবিরোধী অপরাধে জ‌ড়িত থাকার অভিযোগে গ্রেফতার-১৩

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
মানবতাবিরোধী অপরাধে জ‌ড়িত থাকার অভিযোগে কু‌ড়িগ্রা‌মের উ‌লিপুর ও রাজারহাট উপ‌জেলা থে‌কে ১৩ অ‌ভিযুক্ত ব‌্যা‌ক্তি‌কে গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

শ‌নিবার (৭ই মার্চ) রা‌তে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকা‌ থে‌কে তা‌দের গ্রেফতার ক‌রে পু‌লিশ। কু‌ড়িগ্রাম পু‌লিশ সুপার মো.ম‌হিবুল ইসলাম খান রোববার (৮ মার্চ) দুপুরে এ তথ‌্য জানিয়েছেন।

পু‌লিশ জানায়, কু‌ড়িগ্রা‌মের উ‌লিপুর উপ‌জেলা থে‌কে ১২ জন এবং রাজারহাট উপ‌জেলা থে‌কে একজন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। যুদ্ধাপরাধ ট্রাইব‌্যুনালের আই‌সি‌টি বি‌ডি মিস‌কেস ১/২০২০ এর প্রেক্ষি‌তে গ্রেফতার ব‌্যা‌ক্তি‌দের বিরু‌দ্ধে ওয়া‌ন্টে ইস‌্যু করা হ‌য়ে‌ছে ব‌লে জানায় পু‌লিশ।

গ্রেফতারকৃতরা হ‌লেন, ১. মোঃ ম‌ফিজল হক, ২. মোঃ সাইদুর রহমান ৩. মোঃ শাহজাহান আলী (৭০), ৪.মোঃ আব্দুল কা‌দের ,৫. মোঃ আব্দুর র‌হিম (৬৪) ,৬.মোঃ ইছহাক আলী (৮০),৭. মোঃ ইসমাঈল হো‌সেন (৬২), ৮.মোঃ আকবর আলী (৯০), ৯.মো.ওসমান আলী(৭০), ১০. মো. সোলায়মান আলী (৭০), ১১. মো.নুরুল ইসলাম(৬৯), ১২.মোঃ আব্দুর রহমান (৬২)।

এ‌দের সক‌লের বা‌ড়ি কুড়িগ্রাম জেলার উ‌লিপুর উপ‌জেলার বি‌ভিন্ন এলকায়। এছাড়াও রাজারহাট উপ‌জেলার উমর ম‌জিদ ইউ‌নিয়‌নের বালাকা‌ন্দি গ্রাম থে‌কে মকবুল হো‌সেন (৭০) না‌মে একজন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

পুরোনো সংবাদ

হাইলাইটস 524872791222858980

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item