জলঢাকায় ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত খাবার ও আবাসিক হোটেল বন্ধ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত জনসমাগম এড়াতে খাবার ও আবাসিক হোটেল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা কমিটি। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সচেতনতামূলক আলোচনা সভায় সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, কৃষি অফিসার শাহ মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি কাঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, বনিক সমিতির সভাপতি ও সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু প্রমুখ। সভায় জনসমাগম এড়াতে এবং উপজেলার মানুষকে নিরাপদ রাখতে ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত খাবার হোটেল ও আবাসিক হোটেল বন্ধের সিদ্ধান্ত হয়। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার বাজার মনিটরিং জোরদার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, উপজেলা জুড়ে সচেতনতামূলক মাইকিং, কর্মকর্তা কর্মচারিদের মাস্ক ব্যবহার ও বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

পুরোনো সংবাদ

হাইলাইটস 364348370224291548

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item