জলঢাকায় থিয়েটার গ্রুপের মাঝে উপকরণ বিতরন
https://www.obolokon24.com/2020/03/jaldhaka_18.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন এবং বাল্য বিয়ে প্রতিরোধ উন্নয়নে নাটক দলের মাঝে সংগীত উপকরণ বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জানো প্রকল্পের সহযোগিতায় এই উপকরণ বিতরন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি গোলাম ফেরদৌস, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মোহাম্মদ মাহফুজুল হক, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, ওসি তদন্ত ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম, জানো প্রকল্পের উপজেলা কর্মকর্তা পোরসিয়া ও খুরশিদা রহমান প্রমুখ। এসময় উপজেলার ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে প্রায় ৩ লাখ টাকা মূল্যের এই মিউজিক উপকরণ তুলে দেওয়া হয়। এসময় জানো প্রকল্পের গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্য সচেতনতা ও বাল্য বিয়ে প্রতিরোধে শিক্ষার্থীগন গ্রামে গ্রামে নাটক ও গান করে সচেতনতা সৃষ্টি করবে।