জলঢাকায় মুজিববর্ষ পালন ও করোনা ভাইরাস প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2020/03/jaldhaka_11.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মুজিববর্ষ পালন ও করোনা ভাইরাস প্রতিরোধে প্রধান শিক্ষকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দপুরে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ। এসময় আরো বক্তব্যে রাখেন সহকারি শিক্ষা অফিসার এবিএম মোকতাদির বিল্লাহ, মোশফিকুর রহমান, আতাউল গণী ওসমানী, কৃষ্ণা কাবেরী বিশ্বাস, দীলিপ কুমার রায়, হাবিবুর রহমান, আনোয়ারুল কবির, প্রধান শিক্ষক মোখলেছার রহমান, মাহমুদুল হক প্রমুখ। এসময় তিনি সরকারি নির্দেশনা মোতাবেক মুজিববর্ষ পালনের জন্য প্রধান শিক্ষকদের আহবান জানান। এছাড়াও প্রত্যকটি বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন ও সংরক্ষন, ২য় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত বাংলা ইংরেজি পঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়। এসময় করোনা ভাইরাস সম্পর্কে ডাঃ আরিফ হাসনাত প্রত্যকটি প্রাথমিক বিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা কিভাবে পরিষ্কার পরিছন্ন থাকবে সে সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও মানুষ যেন আতঙ্কিত না হয় সে ব্যাপারে শিক্ষকদের সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহবান জানান । উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার শিক্ষা অফিসের কর্মকর্তা ও ২ শত ৪৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।###