সাংবাদিক পলাশ-এর পিতার ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত
https://www.obolokon24.com/2020/03/domar_80.html
এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ চিলাহাটি প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক এ.আই.পলাশের পিতা মৃত-হাসিমদ্দিন রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মরত থাকা অবস্থায় ১৯৮৫ সালের ২৪শে মার্চ রাত আনুমানিক ১২টা ২০মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের ছেলে-মেয়েরা তাদের পিতার ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের নিজ নিজ বাসায় ও মস্জিদে মিলাত মাহফিল, দোয়া ও ইতিম শিশুদের খাবার বিতরণ করেন। সাংবাদিক পলাশ তার চিলাহাটির নিজ বাসভবনে পিতার আত্মার মাগফিরাত কামনা করে মিলাত মাহফিল, দোয়া ও গরিব মানুষদের মাঝে খাবার বিতরণ করেন ।