নিত্য প্রয়োজনীয় দ্রব্রের অস্বাভাবিক মুল্য নিয়ন্ত্রনসহ স্বল্পমুল্যে রেশন চালু করতে হবে। ...... দীলিপ রায়

মেহেদী হাসান উজ্জল,ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
অবিলম্বে ৬দফা বাস্তবায়নসহ খনি আন্দলনকারী নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহার করতে হবে,বিদুতের বর্ধিত মুল্য প্রত্যাহার করতে হবে। বীনামুল্যে সেচ বীজসহ কৃষি উপকরন দিতে হবে, চাল,ডাল,তেল,পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্রের অস্বাভাবিক মুল্য নিয়ন্ত্রনসহ স্বল্পমুল্যে রেশন চালু করতে হবে।
লন্ডনে ফুলবাড়ী কয়লা খনি প্রকল্প নিয়ে এশিয়া এনার্জি ১০ই মার্চ সাধারণ সভা ডাকায়, এরই প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার বেলা ১২ টায় স্থানীয় নিমতলা মোড়ে বাংলাদেশের ইউনাইটেড কমিনিষ্ট লীগ ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিতো প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীলিপ রায়।
সমাবেশে বাংলাদেশের ইউনাইটেড কমিনিষ্ট লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু’র সভাপতিত্বে বিপ্লবী ছাত্র মৈত্রী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতি জেলা শাখার সভাপতি আখতার আজিজ,বিপ্লবী ছাত্র মৈত্রী উপজেলা শাখার সভাপতি রাসেল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,হাটবাজারে কৃষকের নিরাপত্তা নিশ্চিত, যাতায়াত, সাইকেল-ভ্যান স্টান্ড, টয়েলেট সুবিধা সিশ্চিত করতে হবে, প্রতিটি ইউনিয়নে কৃষিপণ্য ক্রয় কেন্দ্র চালু করতে হবে। এছাড়াও সুদমুক্ত কৃষি লোন চালুসহ লোনের নামে এনজিও মোহাজী শোষণ বন্ধ এবং অর্পিত সম্পতি আইনে ক ও খ  তফসিলভুক্ত জমি অবমুক্ত করনে হয়রানী বন্ধ করারও দাবী জানান তারা।

পুরোনো সংবাদ

হাইলাইটস 9148208090262788364

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item