ডিমলায় জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭-মার্চ) সকালে ডিমলা উপজেলা প্রশাসন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেছে। পুষ্পমাল্য অর্পনের পরে দেশ ও জাতির জন্য দোয়া মুনাজাত করা হয়। পরে সেখানেই উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরনকার মিন্টু প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন চন্দ্র রায়, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ সহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ অংশ গ্রহণ করেন। উপজেলা প্রশাসন কর্তৃক জানা গেছে রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা উৎসব ও আতশবাজি করা হবে।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এক মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে। পরে আওয়ামী লীগ কার্যালয়ে নীলফামারী-১ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল সরকার মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইব্রাহিম কামাল ডিআই, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।

অপর দিকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে ডিমলা উপজেলার দশটি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ব্যানারে জেন্ডার প্রেমোটরের নেতৃত্বে প্রতিটি কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, ক্লাব পরিচালনাকারী আবৃত্তি ও সঙ্গীত শিক্ষকদের নিয়ে র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8797051620225793510

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item