বিরামপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
https://www.obolokon24.com/2020/03/death_31.html
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
মাদক উদ্ধার করতে গিয়ে দিনাজপুরের বিরামপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পাইপগান, ৩ রাউন্ড, ৩টি গুলিখোসা, ১টি হাসুয়া, ২টি ছোঁড়া, ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির।
মঙ্গলবার ভোররাতে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে এই ঘটনা ঘটে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান,ভারতীয় সীমান্ত এলাকা থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে অবস্থান নেন পুলিশ।