ডিমলায় অবৈধভাবে ভারত থেকে আসা ৬৭টি গরু জব্দ

নিজস্ব প্রতিনিধি-নীলফামারী জেলার ডিমলায় অবৈধভাবে ভারত থেকে আসা ৬৭টি গরু জব্দ করেছে ডিমলা থানা পুলিশ। রবিবার (১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে গরু গুলো উদ্ধার করা হয়।এ সময় পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনী এলাকার আমির হোসেনের ছেলে গরুর রাখাল মোশাররফ হোসেনকে(৩৫) আটক করা হয়। বিকালে পুলিশ উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের কলোনী বাজার হতে নাজমুল হাসানকে(৩২)আটক করে। নাজমুল একই এলাকার মুক্তিযোদ্ধা কোরবানীর ছেলে। 


থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রতপালের নেতৃত্বে ডিমলা থানার ওসি(তদন্ত) পুলিশ পরিদর্শক সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করে। এগুলোর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ওসি(তদন্ত) পুলিশ পরিদর্শক সোহেল রানা জানান, জব্দকৃত গরুগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।পুলিশ কর্মকর্তা জয়ব্রত পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাবুরহাটস্থ গরুর হাট থেকে এসব গরু উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2585620059468322737

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item