রংপুরের করোনা সন্দেহে একজনকে হোম কোয়ারেন্টাইনে ভর্তি

পীরগাছা(রংপুর)প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় করোনাভাইরাস সন্দেহে একজনকে হোম কোয়ারেন্টাইনে ভর্তি করা  হয়েছে। এ আগে সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে বাড়ি থেকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অবস্থিত আইসেলোশন সেন্টারে ভর্তি করা হয়। এ খবর প্রকাশ হলে পীরগাছা উপজেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আতঙ্ক না হওয়ার পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সানোয়ার।
তিনি বলেন, সোমবার দুপুরে অসুস্থ ওই ব্যক্তি তীব্র জ¦র অনুভব করলে স্থানীয় এক পল্লী চিকিৎসকের শরণাপন্ন হন। কিন্তু  স্থানীয় পল্লী চিকিৎসক কোন কিছু না বুঝে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে পরিবারের লোকজনকে জানান। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের লোকজন বিষয়টি জানতে পেরে অসুস্থ ব্যক্তিকে বাড়ি থেকে উদ্ধার করে রাতেই উপজেলা আইসোলেশন সেন্টারে ভর্তি করান। তার শরীরে প্রথমের দিকে তীব্র জ¦র থাকলেও
রোববার(১৭ মার্চ) তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক ছিল। ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে আইসোলেশন সেন্টার থেকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু আল-হাজ্জাজ জানান, অসুস্থ ওই ব্যক্তি পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। তিনি বিদেশ ফেরত বা তার কোন আত্মীয় স্বজন বিদশে থেকে আসেননি। তিনি গুজব না ছড়ানো ও আতঙ্ক না হওয়ার আহবান জানান।###

পুরোনো সংবাদ

হাইলাইটস 8552987657514626546

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item