এবার এগিয়ে এলেন সাবেক টাইগাররা
https://www.obolokon24.com/2020/03/corona_30.html
করোনা মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররা।
রবিবার (২৯ মার্চ) আকরাম খান বলেছেন, বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা ইতিমধ্যে সহায়তা করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) কিছু করবে। আমরা সাবেক ক্রিকেটাররাও নিজ থেকে কিছু করার পরিকল্পনা করছি। এরই মধ্যে আলোচনা এগিয়েছে, আমরাও দ্রুত ঘোষণা দেব।
আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়রা বিসিবির পরিচালক। বিসিবিকে ছাড়া আলাদা কিছু করার পরিকল্পনা করছেন তারা।
করোনাভাইরাসের কারণে দেশের সব খেলা বন্ধ রয়েছে। প্রথম রাউন্ডের খেলা হওয়ার পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও স্থগিত। এ মৌসুমে ঢাকা লিগ আর না-ও হতে পারে।
যারা সারা বছর ঢাকা লিগের দিকে তাকিয়ে থাকেন, চুক্তির বাইরে থাকা সেসব ক্রিকেটারের জন্য অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। দুঃসময়ে দেশের জনপ্রিয় খেলা ক্রিকেটের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, তারা একে-অপরের জন্য এগিয়ে আসছেন।