নীলফামারীতে করোনা ভয় দেখিয়ে চাঁদাবাজির সময় ভুয়া সাংবাদিক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি ২৬ মার্চ॥ করোনা ভাইরাস সংক্রান্ত ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার সময় নীলফামারী ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার(২৫ মার্চ/২০২০) রাতে জেলা সদরের চাপড়া সরমজামী ইউনিয়নের বানিয়াপাড়া থেকে তাকে মোঃ নুরুজ্জামান(২৩) নামে ভুয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়। সে উক্ত এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, ওই গ্রামের মৃত সুলতান আলীর স্ত্রী আসাতন বেগম(৫০) তার পানের দোকান খুলে ব্যবসা করে আসছে। ঘটনার দিন রাতে নুরুজ্জামান সাংবাদিকের পরিচয় দিয়ে তার বাড়িতে গিয়ে তাকে করোনা ভাইরাস সংক্রান্ত ভয়ভীতি প্রদান করে পাঁচ হাজার টাকা দাবি করে। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে কোন পত্রিকার সাংবাদিক নয় এবং সাংবাদিক পরিচয় চাঁদা দাবির বিষয়টি স্বীকার করে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 1694576005679147960

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item