নীলফামারীতে ধর্ষন চেষ্টায় একজন আটক
https://www.obolokon24.com/2020/03/Raif.html
নীলফামারী প্রতিনিধি ১৯ মার্চ॥ ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় মিজানুর রহমান শাহ্ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার(১৯ মার্চ/২০২০) সকালে নীলফামারী জেলা সদরের চাপড়াসরমজানি ইউনিয়নের যাদুর হাট গ্রামের বেড়াডাঙ্গা মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১৬ মার্চ বেলা ১১টার দিকে প্রতিবেশী ছয় বছর বয়সী শিশুটিকে খেলনা কিনে দেওয়ার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে মিজানুর রহমান শাহ্। এসময় শিশুটি আত্মচিৎকার শুরু করায় শিশুটিকে ছেড়ে দেয় সে। পরে শিশুটি কান্নারত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়। শিশুটির মা ওই দিনই থানায় মিজানুর রহমানের বিরুদ্ধে শিশু ধর্ষনের অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে মিজানুর রহমান শাহকে আটক করে।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহমুদ উন নবী জানান, দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।