ডিমলায় মুজিব বর্ষ ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2020/03/Dimla_12.html
নীলফামারীর ডিমলা উপজেলায় আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথো মর্যাদায় পালনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২-মার্চ) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভাটি উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় সভাপতিত্ব করেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ যথাযথো মর্যাদায় মুজিব বর্ষ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: সারোয়ার আলম, ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি গুলশানআরা সরকার, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা পরিচালন (ইউজিডিপি) উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, উপজেলা তথ্যসেবা অফিসার রওনক জাহান, ডিমলা সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস অফিসার আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, সাংবাদিক জাহাঙ্গীর রেজা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সভাপতি/সম্পাদক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধে নানা বিদ আলোচনা করেন।