সুন্দরগঞ্জে ২৮ পরিবারসহ ৩২ জন হোম কোয়ারেন্টাইনে
https://www.obolokon24.com/2020/03/Corona_25.html
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামের ২৮ হিন্দু পরিবারসহ বিভিন্ন গ্রামের আরও ৩২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ হিসেব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেকর্ড করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা এ ৩২ জনের অধিকাংশই ভারতসহ বিভিন্ন দেশ থেকে স্বদেশে ফিরে আসা ব্যক্তি। আর ২৮ হিন্দু পরিবার জেলার সাদুল্যাপুর উপজেলার একটি বিয়ে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন। উক্ত বিয়ে অনুষ্ঠানে আমেরিকার প্রবাসিও অংশ গ্রহণ করেছিলেন। পরে সেখান থেকে অংশগ্রহণকারীদের মধ্যে মা ছেলেসহ ২ জনের পরীক্ষা-নীরিক্ষা শেষে করোনা ভাইরাস পজিটিভ রয়েছে বলে তাদের চিকিৎসা চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।