জলঢাকায় হোম কোয়ারেন্টাইনের জন্য ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত
https://www.obolokon24.com/2020/03/Corona_20.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে হোম কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। তিনি জানান উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২টি সহ মোট ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরো জানান নির্বাচিত বিদ্যালয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের বিদেশ ফেরত প্রবাসী বা দেশে থাকা কোন ব্যাক্তির মাঝে করোনার উপসর্গ দেখা দিলে তাদেরকে ১৪ দিন রাখা হবে চিকিৎসকের তত্বাবধানে। প্রবাসীরা যাতে যত্রতত্র ঘুরে বেরিয়ে অন্য কাউকে সংক্রমিত না করে সেজন্য উপজেলা প্রশাসনের এই উদ্দোগ। এতে তার পরিবার ও এলাকাবাসী নিরাপদ থাকতে পারবে। নির্দিষ্ট সময়ে যদি লক্ষন প্রকাশ না পায় তাহলে বাড়ী আর লক্ষন দেখা দিলে চিকিৎসার জন্য রংপুর বা ঢাকায় প্রেরণ করা হবে। উপজেলা প্রশাসনের উদ্দোগে সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি হোম কোয়ারেন্টাইন তত্বাবধান করছে।###