ভাষা শহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি : ভাষা শহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের আশ্রমপাড়া ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে শিশুপার্কে এ অনুষ্ঠান হয়।

এর আগে ভাষা শহীদদের স্মরণে চিত্রাঙ্কন, আবৃত্তি, শিশুদের যেমন খুশি তেমন সাজো, নৃত্য প্রতিযোগিতায় ৩ শতাধিক শিশু, কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন।

এছাড়াও আশ্রমপাড়া ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত প্রাণতোষ কুমার দে এর নামে একটি স্মৃতি পাঠাগার এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

সন্ধ্যায় আশ্রমপাড়া শিশুপার্কে ভাষা শহীদদের স্মরনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে আশ্রমপাড়া ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংসদের সকল সদস্য ও অতিথিরা ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আশ্রমপাড়া ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায়।

এছাড়াও বক্তব্য দেন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, আশ্রমপাড়া ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংসদের সহ সভাপতি মাহমুদ সাচ্চু, মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক পবিত্র মন্ডল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রমপাড়া ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক নাহিদ রহমান আকাশ।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নেই। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। আশ্রমপাড়া ক্রীড়া সাহিত্য সংস্কৃতি সংসদের মাধ্যমে সমাজের খারাপ দিকগুলোকে চিহ্নিত করতে হবে এবং সমাজকে ভালোর দিকে নিয়ে যাবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, আবৃত্তি, শিশুদের যেমন খুশি তেমন সাজো, নৃত্য প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 6163008794171857752

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item