মাদককে লাল কার্ড দেখালেন সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মাদককে লাল কার্ড দেখিয়েছেন।  বুধবার বেলা ১১ টায় কলেজ মাঠে এক বিশেষ শিক্ষক- শিক্ষার্থী সমাবেশ  অনুষ্ঠিত হয়। এতে ওই লাল কার্ড প্রদর্শন করেন তারা (শিক্ষক- শিক্ষার্থীরা)।
এ সময় শিক্ষার্থীরা “মুজিব বর্ষের অঙ্গীকার, মাদকমুক্ত সমাজ গড়ার, “ মুজিব বর্ষের দীক্ষা মাদকমুক্ত পরিবেশ, হেসে খেলে নেব শিক্ষা, “ মাদক সেবন করে যারা, দেশ জাতির শক্র তারা, “ সুস্থ জীবন সুস্থ সমাজ এই হোক মোদের শপথ আজ, “আর করবো না মাদক সেবন, গড়বো এবার নতুন জীবন” মাদককে না বলি মাদকমুক্ত সমাজ গড়ি ”  মাদকের বিরুদ্ধে এমন  নানা ধরনের বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ডও প্রদর্শন করেন। সমাবেশে অংশগ্রহনকারী সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের হাতে ছিল লাল কার্ড।
সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী,প্রভাষক মো. বাবরআলী, সহকারি শিক্ষক মো. আব্দুল মতিন।
সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানটি সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3798936343017130031

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item