সৈয়দপুরে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের উন্নয়ন কর্মকর্তাদের সভা

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং গাইবান্ধা জক কর্মএলাকার উন্নয়ন কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসা আহরণে সক্রিয় থাকুন, সক্রিয় রাখুন” শ্লোগানকে সামনে রেখে
আজ (সোমবার) শহরের বিমানবন্দর সড়কের রেলওয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ- গ্রামীণ বীমা ডিভিশনের চীফ মার্কেটিং অফিসার (সিএমও) বিনোদ কুমার আগরওয়ালা এবং সিনিয়র এক্সজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন প্রশাসন) মো. আনোায়ারুল হক।
ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের গণ- গ্রামীণ বীমা ডিভিশনের যুগ্ম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (রংপুর-দিনাজপুর জেলা) মো. মোশারুল হক সভাপতিত্ব করেন।
  গভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানি ঠাকুরগাঁও জোন অপারেশন সেন্টারের যুগ্ম ভাইস প্রেসিডেন্ট  (জেভিভি,উন্নয়ন) মো. মোখলেছুর রহমান শাহ্ হেলাল, রংপুর জোনের জেএভিপি (ইনচার্জ) মো. মশিউর রহমান  মালিক, দিনাজপুর জোনের এসইও (ইনচার্জ) আলহাজ উদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও জোনের জেএভিপি (ইনচাজ) মো সাখাওয়াৎ হোসেন এবং গাইবান্ধা জোনের জেভিডি (ইনচার্জ) এ এইচ এম কামাল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর পীরগঞ্জ ইউনিটের ব্যবস্থাপক হরিশ চন্দ্র দাস, ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিট ব্যবস্থাপক মো. আব্দুল মান্নান, দিনাজপুরের ফুলবাড়ি ইউনিট ম্যানেজার  মো. আমিনুর রহমান ও গাইবান্ধার সুন্দরগঞ্জ ইউনিট ম্যানেজার মো. আবু বক্কর সিদ্দিক।
সভায় কোম্পানীর নীলফামারীর সৈয়দপুর ইউনিট ম্যানেজার মো. নকিবুল ইসলামসহ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং গাইবান্ধা জক কর্মএলাকার প্রায় ৭০ জন উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ সভায়  ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের গণ- গ্রামীণ বীমা ডিভিশনের ইউনিট ম্যানেজারগণ তাদের কাজ করতে গিয়ে যে সব সমস্যার বথা ও সুযোগ-সুবিধার দিক তুলেগুলো ধরা হয়। সেই সঙ্গে আগামীতে কোম্পানীর ব্যবসা উন্নয়নে কর্মএলাকার উন্নয়ন কর্মকর্তাদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখাসহ তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
                                                                             

পুরোনো সংবাদ

নীলফামারী 8315267261853428383

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item