সৈয়দপুরে তিনটি মন্দিরের প্রতিমার ভাংচুর ॥ থানায় মামলা দায়ের

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: 
নীলফামারীর সৈয়দপুরে গত মঙ্গলবার একই দিনে তিনটি মন্দিরের প্রতিমার মাথা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা।
খবর পেয়ে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও  থানা পুলিশ ঘটনাস্থলে ছুঁটে যান। এ ঘটনায় আজ বুধবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদি শ্রী জীবন চন্দ্র রায় জানান, উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের সামবাট দীঘিপাড়স্থ শ্রী শ্রী কালী মন্দির, বুড়ি মন্দির ও চন্ডির মোড়ের চন্ডি মন্দিরে উল্লিখিত এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়মিত সন্ধ্যা বাতি জ¦ালিয়ে পূজা অর্চনা করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সামবাট দীঘিপাড়স্থ কালী মন্দিরে সন্ধ্যা বাতি ও পূজা অর্চনা করতে গিয়ে এলাকার পুজারী আপন চন্দ্র রায় দেখতে পান কালী প্রতিমার মাথা কে বা কারা ভেঙ্গে নিয়ে গেছে। তাৎক্ষনিক তিনি বিষয়টি এলাকার লোকজনকে অবহিত করেন। খবর পেয়ে এলাকার লোকজন দ্রুত ঘটনাস্থলে ওই স্থানে ছুটে যান। এরপর তারা একত্রিত হয়ে দেখতে পায় উক্ত মন্দিরের রাস্তার উত্তর পাশে থাকা বুড়ি মন্দিরের বুড়ি মূর্তির মাথাও ভাঙ্গা। পরে চন্ডির মোড়স্থ চন্ডি মন্দিরে গিয়ে দেখা যায় সেখানেও চন্ডি মূর্তির মাথা ভেঙ্গে ফেলা হয়েছে। খবর পেয়ে রাতেই সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পরিমল কুমার সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আতাউর রহমানস ঘটনাস্থল পরিদর্শন  করেছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান  জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4381294599433212291

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item