সৈয়দপুরে পঁচা কেনু ফল বিক্রির দায়ে বিক্রমপুর ফলভান্ডার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরে একটি ফল আড়তে পঁচা কেনু (কমলা জাত) ফল রাখার দায়ে এক ফল আড়ত মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ (শনিবার) দুপুরে শহরের হাতিখানা রোড়ের ফল আড়তের বিক্রমপুর ফলভান্ডারের মালিক মো. চঞ্চল এর ওই জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ৬ ক্যারেট পঁচা কেনু ফল জব্দ করে সে সব ধ্বংস করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন গতকাল শনিবার দুুপুরে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে শহরের হাতিখানা রোড়ের ফল আড়তের বিক্রমপুর ফলভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই ফল আড়তের ২০টি প্লাষ্টিকের ক্যরেটের মধ্যে রাখা পঁচা কেনু ফল পাওয়া যায়। আড়তে পঁচা কেনু ফল রাখার দায়ে বিক্রমপুর ফল ভান্ডারের স্বত্তাধিকারী মো. চঞ্চলের ২০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
 এ সময় সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. অহিদুল হক, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।                               

পুরোনো সংবাদ

নীলফামারী 8206044217362081416

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item