পীরগাছায় কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষককে অব্যাহতি

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় চলতি দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার পাওটানা ফাজিল মাদরাসা কেন্দ্রে। এর আগে ওই কেন্দ্রে আরো ৭ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার পাওটানা ফাজিল মাদরাসা কেন্দ্রে চলতি দাখিল পরীক্ষার প্রথম থেকে নানা অব্যবস্থাপনা চলে আসছিল। গত মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ডের রংপুর অঞ্চলের সহকারী পরিদর্শক মোশারফ হোসেন ওই কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বে অবহেলার অভিযোগে সাত শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। পরবর্তীতে তার স্বাক্ষরে বৃহস্পতিবার আরবী প্রথমপত্র পরীক্ষার আগে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে পাওটানা ফাজিল মাদরাসার সুপার হাসেম সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিয়াকে ভারপ্রাপ্ত কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সুজা মিয়া বলেন, ‘পাওটানা ফাজিল মাদরাসার সুপারকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে আমি ওই কেন্দ্রে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছি।’

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5622023927250636334

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item