পীরগাছায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা। সমঝোতায় দাফন

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় সোনাভান (৫৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘন্টা মরদেহ রেখে সমঝোতার পর দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করলেও পরিবারের অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার কান্দি ইউনিয়নের দাদন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনাভান ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে সোনভানের সঙ্গে প্রতিবেশী শাহিন মিয়ার স্ত্রী আসমা বেগমের তুচ্ছ ঘটনা নিয়ে বাক-বিতন্ডা হয়। এসময় আসমা বেগম সোনাভানকে বেধরক মারধর করে। এতে সোনাভান বেগম গুরুতর আহত হলে ওই দিন রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাতপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন সোনাভানের লাশ বাড়িতে নিয়ে আসলে এলাকার মাতবররা বিষয়টি সমঝোতার চেষ্টা চালায়। বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের সমঝোতার পর লাশ দাফনের সিদ্ধান্ত হয়।
সোনাভানের প্রতিবেশী মরিয়ম বেগম বলেন, ‘আসমা বেগমের মারধরে গুরুতর আহত হয়ে সোনাভানের মৃত্যু হয়েছে। কিন্তু পারিবারিকভাবে সমঝোতা করা হয়েছে।’
পীরগাছা থানার উপপরিদর্শক(এসআই) জগদীশ চন্দ্র বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্টে করা হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়নি।’
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

পুরোনো সংবাদ

রংপুর 2137100775401227074

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item