পীরগঞ্জে সাংবাদিক তনয়ার ঈর্ষণীয় সাফল্য

মামুনুর রশিদ মেরাজুল, রংপুর ব্যুরোঃ
পীরগঞ্জে ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি শাহ্ মো: সাদা মিয়ার তনয়ার ঈর্ষণীয় সাফল্য। উপজেলার এক প্রতিভার নাম আফরিন সিথি। শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রেও সে যেন অপ্রতিদ্বন্দ্বি। সারা দেশব্যাপী স্কাউটস এর জাতীয়ভাবে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় নৃত্যানুষ্ঠানে প্রথম হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে সুনাম অর্জন করেছে।
সিথি পীরগঞ্জ উপজেলার দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি শাহ মো: সাদা মিয়া ও মা আরজুমান বানুর (কচি) কন্যা। সিথি পঞ্চম শ্রেণিতে বৃত্তি লাভ করে, এই বৃত্তি লাভের অনুপ্রেরণা ওর মাঝে উৎসাহের জন্ম দেয়। তারই ধারাবাহিকতায় অষ্টম শ্রেণিতে গোল্ডেন এ প্লাস সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এ কৃতিত্ব শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়। সে একজন ভালো স্কাউটার গানে ও নৃত্য অনুষ্ঠানেও পারদর্শী। এ ক্ষেত্রে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সর্বশেষ গত ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারী সারাদেশে স্কাউটদের অংশগ্রহণে ঢাকাস্থ স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়ে গেছে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কাউটদের পাশাপাশি অংশগ্রহণ করেছিল সিথি। সবাইকে পিছনে ফেলে নৃত্য অনুষ্ঠানে দেশ সেরা স্কাউটার নির্বাচিত হওয়ায় পীরগঞ্জের মেধাবী মুখ মিষ্টিভাষী আফরিন সিথি। গত ২০ জানুয়ারী মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ মহোদয়ের নিকট থেকে রাষ্ট্রপতি পদক ও সনদ অর্জন করে সিথি। এদিকে সিথির সাফল্যে স্থানীয় কছিমননেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6140453160836325850

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item