রংপুর পবিস-২ এর ২৪ তম সাধারন সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ “জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম  শত বার্ষিকী-পল্লী বিদ্যুৎ সেবা বর্ষ ২০২০” এই শ্লোগান সামনের রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুর পল্লী  বিদ্যুৎ সমিতি-২ এর পাগলাপীর রংপুর সদর দপ্তরে ২৪তম বার্ষিক সাধারন সভা।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি )সকাল ৯টা হতে প্রতিষ্ঠান ক্যাম্পাসে আয়োজন করা হয় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, ও সেরা বিদ্যুৎ গ্রাহকদের মাঝে পুরুষ্কার বিতরণী। রংপুর পবিস-২ এর সমিতি বোর্ডের সভাপতি শেখ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে কোষাধ্যক্ষ প্রতিবেদন পাঠ করেন-সচিব পরিচালক শাহ্ মোঃ রেজাউল কবীর, জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন, মোঃ হারুন অর রশিদ(জেনারেল ম্যানেজার), আলোচনা সভায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শৈলেন্দ্র নাথ মহন্ত, পরিচালক মোঃ শরিফুল ইসলাম, মহিলা পরিচালক রফিকা ইয়াছমিন, নাছরিন আক্তার, ফৌজিয়া আক্তার বানু ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ(ওসি) এবিএম সাজেদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী ছিলেন জেলা প্রশাসক আসিফ হাসান, সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম হালিমুল হক(সহকারী অধ্যাপক), রংপুর পবিস-২ এর  সাবেক সভাপতি আবু হেনা মোঃ আনোয়ারুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজলী বেগম, গংগাচড়া উপজেলার ভাইস চেয়ারম্যান সাংবাদিক সাজু আহম্মেদ লাল, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাংবাদিক আবুল কালাম আজাদ, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক পরিমল চন্দ্র সরকার, বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু আশরাফ মোঃ সালেহ, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ, রংপুর পবিস- ১ এর এজিএম (সদস্য সেবা) সেফায়েত ফেরদৌস চৌধুরী, গংগাচড়া রিপোটার্স ক্লাব, তারাগঞ্জ রিপোটার্স  ক্লাব ও  পাগলাপীর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর পবিস-২ এর তারাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আশরাফুল হক, সদর দপ্তরের ডিজিএম(কারিগরি) প্রকৌশলী হাদিউজ্জামান, বদরগঞ্জ জোনাল অফিসরে ডিজিএম হামিদুল হক, গংগাচড়া জোনাল অফিসের ডিজিএম নুরুজ্জামান, কাউনিয়া জোনাল অফিসের ডিজিএম নিতীশ কুমার সরকার, সদর দপ্তরে এজিএম (অর্থ) ফিরোজ হোসেন, কাউনিয়া জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) রকিবুল ইসলাম, তারাগঞ্জ জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) কাজী হাফিজুল ইসলাম, সদর দপ্তরের এজিএম(ওএন্ডএম) আহসান কবির, সদর দপ্তরের এজিএম(ইএন্ডসি) আহসান হাবিব, হারাগাছ সাব-জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) জোবায়ের রহমান, গংগাচড়া জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) বিশ্বজিৎ সরকার, সদর দপ্তরের এজিএম(সদস্য সেবা) গোলাম মনিরুজ্জামান, মডার্ন সাব-জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) প্রমোদ কুমার দে, সদর দপ্তরের এজিএম(প্রশাসন) ইমরান কাজল, বদরগঞ্জ জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) ফজলে রাব্বী শামীম, প্রকল্প বিভাগের কর্মকর্তা বাপবিবো রংপুরের নির্বাহী প্রকৌশলী বিজয় কান্ত পাল, সহকারী প্রকৌশলী তারিক সিদ্দিক, উপদেষ্টা প্রতিষ্ঠান রিটেইনার প্রকৌশলী প্রকল্প উপদেষ্টা লিমিটেড আক্তারুজ্জামান, সদর দপ্তরের রিটেইনার ডাক্তার- ডাঃ এহসানুল হক, গংগাচড়া জোনাল অফিসের ডাঃ ধীরেন্দ্র নাথ রায়, আইন উপদেষ্টা একেএম খাইয়ুল হক। উপস্থাপনা ও সঞ্চালনা করেন এসি শাহাজালাল ও বিলিং সহকারী পলি সরকার।

পুরোনো সংবাদ

রংপুর 4657865295219584533

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item