পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

মোঃ তোতা মিয়া পঞ্চগড়,
 সম্পন্ন করা হয়েছে। জানাগেছে, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড় সিঙ্গিয়া নেনকার পাড়া গ্রামের মৃত ভেবাই মোহাম্মদের পুত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য (ল্যান্স করপোরাল) বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দীন (৬৯) ফুসফুসে ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন বুধবার পশ্চিম নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয মাঠে বাদ যোহর রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা উপস্থিত থেকে আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স গার্ড অব অনার দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকশ দলও মরহুম শাহাবুদ্দীনকে পৃথকভাবে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মননা প্রদান করেন। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দীনকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের জানাযার নামাজ শেষে উপজেলার ধল্লী পুকুর গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র – ৩ কন্যা, নাতি-নাতনী, , আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3531818441802773653

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item