ঠাকুরগাঁও এ বোরো আবাদের ধুম!

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ এবার ঠাকুরগাঁয়ে বোরো ধানের আবাদে ধুম পরেছে। ঘুম থেকে উঠেই ফসলের মাঠে ছুটছেন কৃষক।কুয়াশা ভেজা পথ মাড়িয়ে লাঙ্গল কাঁধে ছুটছেন বোরো ক্ষেতে। করছেন জমি প্রস্তুত।

আর যারা আবাদি জমি প্রস্তুত করেছেন তারা বীজতলা থেকে চারা তুলে লাগিয়ে দিচ্ছেন ক্ষেতে।ঠাকুরগাঁও ২১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি গ্রামের মাঠে মাঠে দেখা মিলছে এমন দৃশ্য। আজ সকালে ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়
মোহাম্মাদপুর, জামালপুর, রায়পুর, চিলারং,আখানগর,ভেলাজান, পৌরসভার সব এলাকায় বোরো আবাদের কর্মযজ্ঞ। নদীর পাড়ে, খালের ধারে, জমিতে বিস্তৃীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা।

কোথাও গভীর নলকূপ থেকে চলছে জলসেচ।আবার ট্রাক্টর,পাওয়ার টিলার ও গরুর লাঙ্গলে চলছে কোথাও জমি চাষের কাজ।জামালপুরে এলাকার ছোট ছোট খালে বোরোর বীজতলা তৈরির সময় কথা হয় কৃষক আতাউর রহমান তিনি জানান,

 তিন বিঘা জমিতে বোরো আবাদ করবেন। সে জন্য ৪ কাঠা জমিতে বীজতলা তৈরি করেছেন।
ইতিমধ্যে ১ বিঘা জমি চাষ সম্পন্ন হয়েছে। দুই-একদিনের মধ্যেই চারা বুনবেন।রায়পুর গ্রামের কৃষক ফরিদ মিয়া জানান,তাদের মাঠে পুরোদমে জমি তৈরির কাজ চলছে।অনেকে রোপন শুরু করেছেন।আগামি এক সপ্তাহের মধ্যে মাঠে
ধানের সবুজ চারায় ভরে যাবে।

জামালপুর ইউনিয়নসহ অন্যান্য এলাকার কৃষকরা বলেন, লাগাতার ধানের দাম না থাকার কারণে আবাদি জমির পরিমাণ কমিয়ে দেয়া হচ্ছে।আবার যতদিন যাচ্ছে ফসল উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। বর্তমানে শ্রমিকের মজুরি প্রতিদিন সর্বনিম্ন সাড়ে ৩শ’ টাকার ওপরে দিতে হচ্ছে।

ডিএপি সার প্রতি বস্তা ৭৮০-৭৯০ টাকা, ইউরিয়া সার বস্তা প্রতি ৮০০টাকা,এমওপি ৭৫০টাকা।এছাড়াও রয়েছে অন্যান্য খরচ।এবছর শুধুমাত্র ডিএপি সারের দাম কমেছে।বাকি সারগুলোর দাম অপরিবর্তিত রয়েছে।এই সারগুলোর দাম কমলে উৎপাদন খরচ কমতো।এছাড়া কীটনাশকের দাম কখন বাড়ে আর কখন কমে তা বলা অসম্ভব।

ঠাকুরগাঁও জেলার কৃষিবৃধ আফতাফ হোসেন জানান ১ হেক্টর জমিতে তৈরি করা বীজতলার চারা দিয়ে ২০ হেক্টর জমিতে আবাদ করা যায়।এবার ৭ হাজার ৩শত ৯৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হতে পারে।

এদিকে উপজেলা কৃষি অফিস হতে সকল পরামর্শ দেওয়া হয়েছে এবং উপ-সহকারীরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্চেন।আবহাওয়া অনুকূল থাকলে ও কোন রকম প্রাকৃতিক দূর্যোগ না হলে ধানের বাম্পার ফলন হবে এবং কৃষকরাও ভাল লাভবান
হবে আশা করি।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4231286623550961982

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item