নীলফামারীতে প্যানেলের মাধ্যমে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি ॥সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক নিয়োগ/২০১৮-মৌখিক পরীক্ষায় সকল অংশ গ্রহণকারীদের প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ দেয়ার দাবিতে নীলফামারীতে মানববন্ধন নিয়োগ প্রত্যাশীরা। 
সোমবার(২৪ ফেব্রুয়ারি/২০২০) বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গীমোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেল বাস্তবায়ন জেলা কমিটি।
মানববন্ধন শেষে সেখানে প্যানেল বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি হুমায়ুন রশিদ বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদস্য দিদার রসুল, সাব্বির রহমান, শিবলী সাদিক, মহিদুল ইসলাম, সাধনা রাণী রায়, আবু দুলাল, ধঞ্জন জয় প্রমূখ।
বক্তারা দাবি করে বলেন, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে সকল প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্যানেল গঠন করে তারে সকলকে নিয়োগ দিয়েছিল সরকার। সর্বশেষ ২০১৪ সালেও প্যানেল গঠন করে সারা দেশে ৪৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হয়। সেই ধারাবাহিকতায় ২০১৮ সালের ৩৭ হাজার ১৪৮ জনকে নিয়োগ দেয়ার দাবি করে তারা। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 5067979431438955568

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item