পার্বতীপুরে ফাল্গুনের হাওয়ায় আম ও সজনের মুকুলের আগমনী বার্তা

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। সুভাষ মুখোপাধ্যায় এর ভাষায় ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত। বসন্তে ফুল ফুটবে এটাই স্বাভাবিক। তবে সব গাছে ফুল না ফুটলেও আম আর সজনের মুকুল বের হতে শুরু করেছে। পার্বতীপুরের বিভিন্ন স্থান ঘুরে সেই চিত্রই চোখে পড়ার মত।
ফাল্গুনের শুরুতেই বের হতে শুরু করেছে আম ও সজনের মুকুল।
কোথাও কোথাও আমের মুকুলে সৌন্দর্য বেড়েছে দ্বিগুন। সজনের মুকুল এখন সম্পূর্ণ বের হয়েছে। বিদেশী জাতের আমের মুকুল চোখে পড়ার মত না হলেও দেশী জাতের আমের মুকুল লক্ষ করার মত। ডাল আর পাতার বাধা অতিক্রম করে মাথা তুলেছে থোকা থোকা আমের মুকুল। সেই সাথে ফুটে উঠেছে সজনের ফুল। এখন শুধু সময়ের অপেক্ষা কিছুদিন পরেই এসব মুকুল থেকে হবে আম আর সজনে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 379277854746052762

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item