নীলফামারীতে খোকন দা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেণ্ট ফাইনালে চ্যাম্পিয়ন রামনগর ইউনিয়ন


ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী প্রতিনিধি -৫ম খোকন দা আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এবারের আসরে চ্যাম্পিয়ন হলেন রামনগর ইউনিয়ন ফুটবল দল। বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি /২০২০) বিকালে আন্তর্জাতিক নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ওই খেলায় ৪-০ গোলে গোড়গ্রাম ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে তারা। 
রামনগর দলের অধিনায়ক স্ট্রাইকার দীপক রায়ের একটি গোলে শেষ হয় খেলার প্রথমার্ধ। দ্বিতিয়ার্ধে দীপক আরও দুটি গোল করে অর্জন করেন হ্যাট্রিকের খ্যাটি। একই দলের লিয়ন আরেকটি গোলে খেলা সমাপ্ত হয় ৪-০ গোলে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কারে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। 
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মো. নাহিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিুকর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সং¯'ার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, এভারগ্রীণ প্রোডাক্টস্ ফ্যাক্টরী (বিডি) লিমিটেডের মহাব্যব¯'াপক শামীম আহমেদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। 
আয়োজকরা জানান, নীলফামারী হাই স্কুলের সহকারী শিক্ষক ছিলেন সুনীল রতন ব্যানার্জী (খোকন দা)। তাঁর হাত ধরে গড়ে উঠা নীলফামারীর ক্রীড়া অঙ্গনের অনেক খেলোয়োর ভূমিকা রেখেছে জাতীয় দলে। ক্রীড়াঙ্গনের তাঁর সেই স্মৃতি ধরে রাখতে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ২০১৪ সাল থেকে আয়োজন করে ‘খোকন দা আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নমেণ্ট’। জেলা ক্রীড়া সংস্থা  ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার  পরিচালনা এবং এভারগ্রীণ প্রোডাক্টস্ ফ্যাক্টরী (বিডি) লিমিটেডের সহযোগিতায় জেলা সদরের ১৫টি ইউনিয়নের ১৫টি দলের অংশগ্রহনে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটি। #

পুরোনো সংবাদ

নীলফামারী 190630115127824169

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item