ফুলবাড়ীতে আইসিটি বিষয়ে শিক্ষকদের মতবিনিময় সভা

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ীতে মুজিববর্ষ উদ্যাপন ও শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধিদের নিয়ে আইসিটি (কম্পিউটার শিক্ষা) বিষয়ের বুধবার ২ ফেব্রুয়ারী বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দিনব্যাপী ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদিলা হাট কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান,পুকুরী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সুজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার প্রমুখ।
এসময় প্রশ্নোত্তর পর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ আখতারুজ্জামান এর কাছে শিক্ষকরা তাদের এমপিও,পদোন্নতি,টাইম স্কেলসহ নানা  বিষয়ে শিক্ষা অফিসগুলোর অনিয়ম-হয়রাণীর অভিযোগ তুলে ধরেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8788737364641959275

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item