ফুলবাড়ীতে নৈশ্য প্রহরী হত্যার ঘটনায় পুকুর ম্যানেজার রিমাণ্ডে

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের নন্দীগ্রামের নেলুয়া পুকুরের নৈশ্যপ্রহরী বাদশা মিয়াকে (৪৮) হত্যাকাণ্ড ঘটনায় ওই পুকুরের ম্যানেজার মাহফিজার রহমান রানাকে (৩৮) দুইদিনের রিমান্ডে জিঙ্গাসাবাদ শেষে গতকাল সোমবার জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।
গত শনিবার (৮ ফেব্রুয়ারি) দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন দিনাজপুর বিজ্ঞ আদালত।
মাহফিজার রহমান রানা উপজেলার বেতদীঘি ইউনিয়নের নন্দীগ্রামের কুইনন্দা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং তামিম এগ্রোফার্মের ম্যানেজার।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গত ২২ জানুয়ারি বুধবার দিবাগত রাতে পুকুরের নৈশ্য প্রহরী বাদশা মিয়া হত্যাকাণ্ড ঘটনায়, ওই পুকুরের ম্যানেজার মাহফিজার রহমান রানাকে (৩৮) জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার (৮ ফেব্রুয়ারি) দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। দুইদিনের রিমাণ্ড শেষে গতকাল সোমবার মাহফিজার রহমান রানাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রিমাণ্ডে মাহফিজার রহমান রানার কাছে ওই হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে,তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বুধবার দিবাগত রাতে ওই পুকুরের নৈশ্যপ্রহরী বাদশা মিয়াকে (৪৮) মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাদশা মিয়া উপজেলার বেতদীঘি ইউনিয়নের নন্দীগ্রামের আরজিপুর শাহপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। # 


পুরোনো সংবাদ

নির্বাচিত 6855810493701702159

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item