ডিমলায় তিন শিক্ষার্থীর মুখ

ডিমলা প্রতিনিধি :
শিক্ষার মানসম্মত ধারা অব্যাহত রাখার লক্ষে যুগোপযোগী মেধা লালনে পিছিয়ে নেই নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের অর্ন্তগত নাউতারা হলি চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন। গত ২০১৯ইং শিক্ষা বর্ষে পঞ্চম শ্রেনির সমাপনী পরীক্ষায় মোছাঃ লিজা মনি আক্তার, পিতাঃ আজিজুল ইসলাম, সে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে। তার স্বপ্ন সে সু-শিক্ষা অর্জন করে আদর্শ একজন শিক্ষিকা হবে,
মোছাঃ জান্নাতুন আক্তার জ্যোতি, পিতাঃ মাওলানা জামিদুল ইসলাম, সে সাধারণ বৃত্তি পেয়েছে, তার ইচ্ছা সে বড় হয়ে একজন ডাক্টার হবে ও মোঃ রাজা ইসলাম, পিতাঃ হামিদুল ইসলাম, সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। তাদের অসামান্য সাফেল্যের ব্যাপারে নাউতারা হলি চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন -এর সভাপতি, প্রথম শ্রেনির ঠিকাদার ও আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বলেন, মেধার যুদ্ধে তারা জয়ী হয়ে প্রতিষ্ঠানের পাশা পাশি তাদের পিতা মাতা এবং ইউনিয়নের মুখ উজ্জ্বল করেছে। তাই তারা কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাক এবং তাদের ভবিষ্যৎ জীবনের উন্নতি কামনা করছি। অধ্যক্ষ মোহাম্মদ আলী সানু ও সহকারী শিক্ষকগণ বলেন, প্রকৃত শিক্ষাই পারে আগামী প্রজন্মকে ভাল কিছু উপহার দিতে। এর জন্য শিক্ষার্থীদের অবশ্যই কঠোর অধ্যবসা ছাড়াও অসৎ সঙ্গ ত্যাগ করে সৎ সঙ্গ গ্রহণ করতে হবে। শিক্ষা জীবনে প্রতিটি ধাপে সকলের শীর্ষে অবস্থান করে নিতে হবে। আমরা তাদের সর্বক্ষেত্রে উন্নতি ও মঙ্গল কামনা করছি। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2271188844182013743

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item