সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা আফলাতুন নাহারের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষিকা আফলাতুন নাহার বার্ধক্যজনিত কারণে আজ বৃহস্পতিবার শহরের নতুন বাবুপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন শুভাঙক্ষাকী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জামে মসজিদ চত্বরে তাঁর  জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে শহরের রাজনীতিবিদ,সাংবাদিক, ব্যবসায়ী, সুধীজনসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
পরে মরহুমাকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফর করা হয়েছে।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আখতার হোসেন বাদল প্রমূখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, মরহুমা আফলাতুন নাহার ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ আমিনুল হকের বড় মেয়ে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন উপপরিচালক কৃষিবিদ মরহুম আমজাদ হোসেনের সহধর্মিনী এবং সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.মহসিনুল হক মহসিনের বড় বোন ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2322034668943942166

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item