দিনাজপুরে সোনালি ব্যাংক লুট পাটের চেষ্টায় ৫ চোর সহ আটক ৭

অলিউর রহমান মেরাজ দিনাজপুর প্রতিনিধি:     

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সোনালি ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় পাঁচ চোর ও দু’ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোররাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-হিলির ধরন্দা ফকিরপাড়া গ্রামের তোফাজ্জলের ছেলে আশিক হোসেন (২৪),একই এলাকার মৃত শেখ সিদ্দিক মন্ডলে ছেলে মানিক (৩২), শরিফুল ইসলামের ছেলে আল আমিন (২৫), তোরাব আলীর ছেলে বোরাহান উদ্দিন (২৭), নওগাঁ সদর চক দেবপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ওরফে বাবুর ছেলে রানা (২৩)। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন- মধ্য মাধবপাড়া গ্রামের মৃত বিয়াজ স্ত্রী নাসিমা খাতুন (৩৫) ও ঘাসুরিয়া গ্রামের মৃত আ: সাত্তার আলী এর ছেলে ইমরান আলী (৩০)।



হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হিলি স্থলবন্দরের সামনে অবস্থিত সোনালি ব্যাংকের পিছনের দিকের জানালার গ্রিল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করে দুস্কৃতিকারীরা।

এ সময় ব্যাংকে দায়িত্বরত আনসার সদস্যরা টের পেলে চোররা পালিয়ে যায়। পরে ওই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বুধবার ভোররাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যাংকে চুরির চেষ্টার অভিযোগে পাঁচ চোরকে আটক করা হয়।

এ ছাড়াও ওয়ারেন্টভুক্ত পলাতক এক নারীসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের সকলকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item