সৈয়দপুর শহরের তিনটি মাছ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
 আজ ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নীলফামারীর সৈয়দপুর শহরের তিনটি মাছ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন কর্তৃক পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে  শহরের রেলওয়ে পৌর মাছ বাজার, আধুনিক পৌর মাছ বাজার ও রেলওয়ে কারখানা গেট বাজারকে ফরমালিনমুক্ত মাছ বাজার ঘোষণা দেয়া হয়। এ উপলক্ষে  সৈয়দপুর উপজেলা  প্রশাসনের উদ্যোগে এবং সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের সহযোগিতায় শহরের বিমানবন্দর সড়কে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর রেলওয়ে কারখানা গেট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল তালেব মিয়া প্রমূখ।
অনুষ্ঠানে উল্লিখিত তিনটি মাছ বাজারের সকল মাছ ব্যবসায়ীরা ফরমালিনমুক্ত মাছ বিক্রির শপথ গ্রহন করেন। রেলওয়ে পৌর মাছ বাজার সমিতির সভাপতি মো. আইনুল হক মাছ ব্যবসায়ীদের ওই শপথ বাক্য পাঠ করান।
 অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার শাহিনা বেগম, আওয়ামী সভাপতি মো. আখতার হোসেন বাদল ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা এ কে এম রাশেদুজ্জামান রাশেদসহ উপজেলা প্রশাসনের বিভন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, সাংবাদিক এবং খুচরা ও পাইকারী মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
 প্রসঙ্গত, এর আগে গত ২১ জানুয়ারী রেলওয়ে পৌর মাছ বাজার, ৪ ফেব্রুয়ারি আধুনিক পৌর মাছ বাজার এবং ১০ ফেব্রুয়ারি রেলওয়ে কারখানা গেট বাজারে ফরমালিনমুক্ত মাছ বাজার ঘোষণা বিষয়ক পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ওই সব আলোচনা সভা  হয়।  আর  সে সময়  সৈয়দপুর  উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সৈয়দপুর শহরের তিনটি মাছ বাজারকে ফরমালিনমুক্ত মাছ বাজার হিসেবে ঘোষণার কথা জানান। সে অনুযায়ী গতকাল পৌরসভার উল্লিখিত তিনটি মাছ বাজারকে ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা দেয়া হয়েছে।              

পুরোনো সংবাদ

নীলফামারী 564990225493546177

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item