আটোয়ারীতে শিক্ষার্থীকে উত্যক্ত করায় বখাটের ৩ মাসের কারাদণ্ড


সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে এক কিন্ডার গার্টেন পড়ুয়া শিক্ষার্থীকে উত্যক্ত করার অপরাধে বখাটে ফেরিওয়ালাকে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ভিকটিমের সাথে কথা বলে জানা গেছে, বুধবার (৫ ফেব্রু) প্রতিদিনের ন্যায় ওই শিক্ষার্থী স্কুল ছুটির পর সিএনজি যোগে রাধানগর গ্রামের বাড়ি যাচ্ছিল। এসময় ওই সিএনজির অপর যাত্রী তার পাশের সীটে বসে স্কুল ছাত্রীকে একা পেয়ে তার শরীরের বিভিন্ন জায়গা স্পর্শ করার চেষ্টা চালায়। ওই শিক্ষার্থী ফেরিওয়ালার অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে চলন্ত সিএনজি হতে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় সিএনজি চালক বুঝতে পেরে সিএনজি থামিয়ে তাকে উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে সিএনজি চালক ও পথচারীরা ওই ফেরিওয়ালাকে আটক করে পুলিশে খবর দিলে আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীনের নেতৃত্বে এস.আই শাহীন সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা ঘটনাস্থলে পৌছান এবং ভিকটিমের সাথে কথা বলে তাৎক্ষনিক ভাবে ফেরিওয়ালাকে ভ্রাম্যমান আদালতে হাজির করান। আদালতে ফেরিওয়ালার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হলে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর বিধান মতে বখাটে কে দোষী সাব্যস্ত করে।  বখাটে নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার শহীদ বি জামান রোডের নতুন বাবুপাড়া মহল্লার জালাল উদ্দীন আহাম্মদের পুত্র ফেরিওয়ালা মিনটু (৩২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান  করেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 141647000812560528

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item