পাগলাপীরে ৩টি সড়ক পাঁকা করণের লক্ষ্যে পরিদর্শন করলেন-চেয়ারম্যান ইকবাল


পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের মন্ডলপাড়ার মোকছেদ আলী সরকারের বাড়ীর সামন হতে মুসকুট মেম্বারের বাড়ী হয়ে ফজলুল করিম মাদ্রাসা, চওড়াপাড়ার দুলাল ও রঞ্জু ভরসার বাড়ীর সামন হতে চওড়াপাড়া ক্যানেলের পাড়, ডালিয়া সড়কের শাহি জর্দ্দা কোম্পানীর সামন হতে ছামাদ মাস্টারের বাড়ী পর্যন্ত ৩টি (১৩০০ফিট) কাঁচা সড়ক পরিদর্শন করলেন অত্র ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। তিনি গতকাল বৃহস্পতিবার শেষ বিকেলে উক্ত ৩টি কাঁচা সড়ক পাঁকা করণের লক্ষ্যে পরিদর্শন করেন। পরিদর্শন কালে চেয়ারম্যান ইকবাল হোসেন পাড়া-মহল্লাবাসীদের বলেন, যতদ্রুত সম্ভব সড়কগুলো পাঁকা করে জনগণের দূর্ভোগ দূর করা হবে। সৌজন্যমূলক সাক্ষাতে চেয়ারম্যান ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, আমি দায়িত্ব গ্রহণের পূর্বে ইউনিয়নের রাস্তা-ঘাট ছিলো কাঁচা। একটু বৃষ্টিপাত হলে মানুষজনকে  দূর্ভোগ পোহাতে হত। এমনও কিছু রাস্তা-ঘাট ছিলো যানবাহন চলাচল তো দূরের  কথা মানুষজনের চলাচল ছিলো দুঃসাধ্য। বর্তমান ইউনিয়নের ৯০% রাস্তা-ঘাট পাঁকাকরণ করা হয়েছে। এখন আর মানুষজনকে স্যান্ডেল-জুতা হাতে নিয়ে চলাচল করতে হয় না। আমার দায়িত্ব গ্রহণের পৌনে ৫ বছর চলছে। মেয়াদের মধ্যে বাকি কাজ গুলো সম্পূর্ণ করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী মার্চ মাসে ইউপি নির্বাচন হতে পারে। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপস্থিত সকলের কাছে দোয়া-আর্শিবাদ ও ভোট চান তিনি।

পুরোনো সংবাদ

রংপুর 4497344400046211044

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item