ভারতে জামে মসজিদ ভাংচুর ও মুসলিম হত্যার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন


নীলফামারী প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি॥ ভারতের দিল্লি জামে মসজিদ ভাংচুর ও মুসলিম হত্যার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(২৮ ফেব্রুয়ারি/২০২০) জুম্মার নামাজ শেষে পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লার মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে চৌরঙ্গী মোড়ে একত্রিত হয়ে মানববন্ধন শুরু করে। মানববন্ধনে নানা বয়সী সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ নেন। 
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে বাড়াইপাড়া জামে মসজিদের খতিব মুফতি মোকাররম হোসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী, বাজারজামে মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ্ বেলালী প্রমূখ। বক্তারা, মসিজদ ভাংচুর ও নিরিহ মুসলমানের হত্যার প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা সুষ্ঠু তদন্তসহ দোষিদের বিচারের দাবি জানান ভারত সরকারের প্রতি।
মানববন্ধন শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় সেখানে। এদিকে জেলার অন্যান্য উপজেলার পাড়া-মহল্লার মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 5289150616092277880

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item