নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ২২তম সাধারণ সভা অনুষ্ঠিত


ইনজামাম-উল-হক নির্ণয় নীলফামারী প্রতিনিধি ১ ফেব্রুয়ারি॥ নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির ২২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(১ ফেব্রয়ারি/২০২০) বেলা ১১টার দিকে জেলা সদরের সুটিপাড়া¯' পল্লী বিদ্যুৎ সমিতি কার্যলয় চত্ত্বরে অনুষ্ঠিত। এবারের বার্ষিক সাধারণ সভায় ২০১৮-২০১৯ অর্থ বছরের সেরা গ্রাহক নির্বাচিত হয়ে সম্মাননা পেয়েছে উত্তরা ইডিজেড, নীলসাগর গ্রুপ এবং কাজী ফার্ম। 
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি সোনা চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যব¯'াপক (চলতি দায়িত্ব) সুলতান নাছিমুল হক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির ডিজিএম (কারিগরি) প্রকৌশলী সপ্তর্ষি পাল, মোহাম্মদ হেদায়েত উল্ল্যাহ্, প্রকৌশলী দিলীপ চন্দ্র বর্মণ, এজিএম (এম.এস) প্রকৌশলী মতিউর রহমান,এজিএম (প্রশাসন) তাহমিদুর রহমান, সমিতি পরিচালনা বোর্ডের পরিচালক আতিয়ার রহমান, মিজানুর রহমান, মোখলেছুর রহমান, রবিউল ইসলাম, মোতালেব হোসেন, কে.এম বাহবুব-ই-সোবহানী, মোখলেছার রহমান, দিল আখতার নূরজাহান, মাহবুবা আক্তার, নাসরীন পারভীন প্রমূখ বক্তব্য রাখেন। 
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এম.এস) প্রকৌশলী মতিউর রহমান জানান, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি ১৯৯৭ সালের ১ আগস্ট থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত জেলা সদরসহ ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরীগঞ্জ উপজেলায় পাঁচ হাজার ৩৩৭ দশমিক ৪৩ কিলোমিটার লাইন ¯'াপন করে দুই লাখ ৫৯ হাজার ৩৭৬ জন গ্রহককে বিদ্যুৎ সংযোগ ¯'াপন করেছে। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 4882431211980573665

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item