চিলাহাটিতে ৫৬ বিজিবির জনসচেতনতা মূলক আলোচনা সভা

এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে ৫৬ বিজিবির জনসচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকেল ৫টায় পূর্ব ভোগডাবুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নীলফামারীর ৫৬ বিজিবির সি.ও. লে.কর্নেল. মামুনুল হক মামুন, ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান একরামূল হক প্রামানিক, সাংবাদিক এ.আই.পলাশ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও সুধি মহল।
নীলফামারী ব্যাটালিয়ান ৫৬ বিজিবির সি.ও. লে.কর্নেল মামুনুল হক মামুন বলেন,“আমরা চাইনা সীমান্তে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হউক। তাই সীমান্তবাসী কোনভাবেই সীমান্তের তারকাটা বেড়া সংলগ্ন এলাকায় যেন না যায় সে জন্য আমাদের এই সমাবেশ”। তিনি আরো বলেন,“এলাকার যুবকরা যেন বিপদগামী পথ অবলম্বন করে অর্থ উপার্জন না করে, সেজন্য প্রতিটি পরিবারের অভিভাবকদের ছেলেদের প্রতি দৃষ্টি দেওয়ার প্রয়োজন।” তিনি যোগ করেন,“অবৈধভাবে ভারতীয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান কর্মকান্ড প্রতিহত করতে সীমান্ত এলাকায় নজরদারী শুরু করা হয়েছে।” তিনি জানান,“ভারতের সীমান্ত এলাকায় সীমান্ত বাহিনী বিএসএফ টহল জোড়দার করেছে এবং ভারত রেড এ্যালার্ট জারি করেছে। যার ফলে বিভিন্ন সীমান্তের কাটাতারের বেড়ার কাছাকাছি কোন মানুষকে দেখলেই বিএসএফ গুলি বর্ষণ করছে।” তিনি আরও উল্লেখ করেন,“সম্প্রতি পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও নওগাঁসহ বিভিন্ন সীমান্তে বিএসএফ এর গুলিতে বেশ কয়েকজন বাংলাদেশী প্রাণ হারিয়েছে।” নীলফামারীর প্রায় ৫০ কি.মি. সীমান্ত জুড়ে রয়েছে সীমান্ত এলাকা।তাই তিনি এই সীমান্ত এলাকাবাসীকে সর্তক থাকার জন্য অনুরোধ করেছেন।এ সময় উপস্থিত ছিলেন, ৫৬ বিজিবির ভোগডাবুরী বিওপি, ডাঙ্গাপাড়া বিওপি, নামাজিপাড়া বিওপি, কেতকীবাড়ি বিওপি ও চিলাহাটি কোম্পানী সদরের কর্মকর্তাগণ। উক্ত আলোচনা সভার সঞ্চালনা করেন চিলাহাটি কোম্পানী কমান্ডার সুবেদার আতিয়ার রহমান।

পুরোনো সংবাদ

নীলফামারী 4999074022042044616

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item