ছাত্রলীগকে দেশের সকল উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকতে হবে - বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শিক সংগঠন। ছাত্রলীগ কোন তদবীর পার্টি নয়। ছাত্রলীগকে দেশের সকল উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকতে হবে।’
গত শনিবার সন্ধ্যায় পীরগাছা উপজেলা ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগ হবে সন্ত্রাস ও মাদক মুক্ত। পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যেতে হবে।
ছাত্রলীগের গৌরব ধরে রাখতে হবে পীরগাছা উপজেলা ছাত্রলীগকে।’
রংপুরের পীরগাছা উপজেলা ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ, সংগঠনের সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াশিম আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী তুহিন, পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন ও পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ শাফায়েত জামিল প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়।

পুরোনো সংবাদ

রংপুর 7291821016738318343

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item