রংপুরের তারাগঞ্জ কাংলাচড়ায় অষ্টপ্রহর অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হলো রংপুরের তারাগঞ্জ উপজেলার শয়ার ইউনিয়নের চারলী বুড়িরহাটে কাংলাচড়ায় বিশ্ব শান্তি কল্পে ও সকল জীবের মুক্তি কামনায় অষ্টপ্রহর ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান। গত শনিবার ভোর ৬টা থেকে পর দিন রবিবার ভোট ৬টা পর্যন্ত কাংলাচড়া সার্বজনীহ হরি বাসরের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সনাতন হিন্দু সম্প্রদায়দের আরেক ধর্মীয় উৎসব অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানটি।
প্রচন্ড শ্বৈত প্রবাহ উপেক্ষা করে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ সহ বিভিন্ন বয়সের ভক্ত শ্রোতাদের অংশ গ্রহণে উক্ত অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানটি যেন সনাতন হিন্দু ধর্মাবলীদের মিলনমেলা বসেছিলো। স্থানীয় খোকন সরকার (বিএ ২য়  বর্ষের ছাত্র) সাংবাদিককে বলেন- অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানে স্থানীয় সহ বিভিন্ন এলাকার ১০টি নাম সংকীর্তন দল অংশগ্রহণ করেন। এছাড়াও উক্ত অষ্টপ্রহর অনুষ্ঠানে ভক্ত-শ্রোতাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 7836319534699545161

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item