পীরগাছায় সড়ক পাকাকরণের কাজ শেষ না করেই ঠিকাদার উধাও

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)ঃ
রংপুরের পীরগাছা উপজেলার তিনটি সড়ক পাকাকরণের কাজ শেষ না করেই ঠিকাদারের লোকজন উধাও হয়েছে। দুইটি সড়ক খুঁড়ে কিছু অংশে শুধুমাত্র বালু ফেলা হয়েছে। আর একটি সড়কে মাঝে মাঝে খোয়া দেওয়া হয়েছে। ঠিকাদারের গাফিলতির কারণে প্রায় এক বছর ধরে কাজ বন্ধ রয়েছে। সড়ক খুঁড়ে বালু স্তুপ ও খোয়া ফেলে রাখায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলার পারুল ইউনিয়ন পরিষদ হতে চন্ডিপুর পর্যন্ত সড়কে ২.৯ কিলোমিটার, উপজেলা পরিষদ থেকে কান্দি ইউনিয়ন পরিষদ সড়কের ১.৮৬ কিলোমিটার, ইটাকুমারী বাজার-কালিগঞ্জ সড়ক থেকে ইটাকুমারী ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কে ১.৭ কিলোমিটার পাকাকরণের জন্য একটি প্যাকেজে দরপত্র আহবান করা হয়। ওই দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে চার কোটি ৮০ লাখ টাকায় কাজ পায় ঢাকার ডলি কনস্ট্রাকশন লিমিটেড।
২০১৯ সালের ১২ নভেম্বর মেয়াদ শেষ হলেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
পরে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত সময় বর্ধিত করা হয়।
প্রথম থেকে বর্ধিত সময় পর্যন্ত উপজেলা পরিষদ থেকে কান্দি ইউনিয়ন পরিষদ সড়ক ও ইটাকুমারী বাজার-কালিগঞ্জ সড়ক থেকে ইটাকুমারী ইউনিয়ন পরিষদ সড়কে ২০ শতাংশ কাজও শেষ করেনি প্রতিষ্ঠানটি। আর পারুল ইউনিয়ন পরিষদ থেকে চন্ডিপুর পর্যন্ত সড়কে প্রায় ৫০ শতাংশ কাজ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি সড়কেই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যাতায়াতের জন্য জনগুরুত্বপূর্ণ সড়ক। কার্যাদেশ পেয়েই ডলি কনস্ট্রাকশন সড়কগুলো খুঁড়ে ফেলে। পরে সড়কের পাশের জমির মালিকদের সঙ্গে চুক্তি করে শ্যালো মেশিন দিয়ে বালু তুলে সড়কে দেওয়া শুরু করে। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ঠিকাদারী প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। পরবর্তীতে নতুন করে আর কোন কাজ করা হয়নি। ফলে এক বছরেরও বেশী সময় ধরে সড়ক তিনটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলার কান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খাঁন বলেন, ‘জনগুরুত্বপূর্ণ তিনটি সড়ক খুঁড়ে রাখায় মানুষ দুর্ভোগে পড়েছে। জনদুর্ভোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।’
এ বিষয়ে ডলি কনস্ট্রাকশন লিমিটেডের ম্যানেজার মোবারক হোসেন বলেন, ‘সড়ক তিনটির কাজ করার জন্য এক ঠিকাদারকে সাব কন্ট্রাক দেওয়া হয়েছিল। তারা ঠিকভাবে কাজ করেনি। পরে ঠিকাদার পরিবর্তন করে আঁখি কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে।’
পীরগাছা উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার রফিকুল ইসলাম বলেন, ‘ওই ঠিকাদারী প্রতিষ্ঠানটি পারুল ইউনিয়ন পরিষদ থেকে চন্ডিপুর পর্যন্ত সড়কে কাজ করছে। এক মাসের মধ্যে অন্য সড়কের কাজ করবে।’
পীরগাছা উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় সময় বৃদ্ধি করা হয়। তারপরও ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শেষ করেনি।’
এলজিইডির রংপুরের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘পীরগাছার সড়ক তিনটির কাজ নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় ঠিকাদারকে বার বার শোকজ করা হয়েছে। কাজ শেষ করার জন্য তারা আবারো সময় বৃদ্ধির আবেদন করেছে।

পুরোনো সংবাদ

রংপুর 4206383832673382210

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item